
প্রকাশিত: ২০২০-০৮-১১ ২৩:২৪:৫০
ডেইলি সিলেট নিউজ:
সিলেট নগরীতে আটককৃত জঙ্গি সানাউল ইসলাম সাদির জালালাবাদ এলাকার বাসা থেকে একটি শক্তিশালী বোমা ও বোমা তৈরীর বিপুল সরন্জাম উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিল আফতাব হোসেন খান।
এদিকে রাত সাড়ে নয়টায় আটককৃত জঙ্গিদের তথ্য মতে- টিলাগডের শাপলাবাগ ৪০/এ শাহ ভিলা নামক বাসায় অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী। শাহ ভিলার স্বত্বাধীকারী শাহ মো: সামদ আলী জানান, তাঁরা ২ মাস আগে াসা ভাড়া নিতে চেয়েছিল কিন্তু প্রকৃত আইডি কার্ড না থাকায় তাঁরাও ভাড়ার চুক্তি করতে অস্বীকৃত জানায়। সেজন্য তিনি আর বাসা ভাড়া দেন নি।
জানা গেছে, জঙ্গিরা টিলাগডে ট্রেনিং সেন্টার খুলতে চেয়েছিল এবং সেখান থেকে তাঁরা সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা করার পরিকল্পনা করতে চেয়েছিল।
এর আগে সিলেট নগরীর মিরাবাজার থেকে নব্য জেএমবি'র ৫ সদস্যকে আটক করা হয়। পুলিশের তথ্য মতে জঙ্গিরা শাহজালাল(র:) এর মাজারে হামলার পরিকল্পনা করেছিল। আটক জঙ্গিরা হলেন, নাইমুজ্জামান, মির্জা সায়েম,জুয়েল,সানাউল ইসলাম সাদি ও রুবেল। এদের মধ্যে নাইমুজ্জামান নব্য জেএমবি'র সিলেট আন্চলিক কমান্ডার বলে জানা গেছে।
আপনার মন্তব্য