
প্রকাশিত: ২০২০-০৮-৩১ ০৯:৫৩:২৮
একাকি নিভৃতে, নির্জনে
তোমার অদৃশ্য অস্তিত্বের স্পন্দন
শুনি জীবনের প্রতিটি ক্ষণে।
বিবর্ণ বিকেলে, ধূসর গোধূলিতে
সন্ধ্যা রাতের মিটিমিটি আলোতে,
দূর আকাশের তারার মেলাতে,
নিরব নির্জন গভীর অন্ধকার রাতে
তোমার অদৃশ্য উপস্থিতি
অনুভব করি নীরবে-নিভৃতে।
মধ্যরাতের মায়াবী চাঁদের স্বর্গীয় আলোতে,
সমুদ্রের উথাল ঢেউয়ের খেলাতে,
উড়ন্ত গাঙচিলের উম্মক্ত পাখাতে,
উদীয়মান সূর্যের হাসিতে,
সাত রঙের রংধনুতে,
তোমার অদৃশ্য প্রতিচ্ছবি ভেসে ওঠে
প্রতিটি মুহূর্তে।
নীরবে-নিভৃতে তোমার অগোচর আগমনে,
জানিয়ে দিয়ে যায় ক্ষণে, ক্ষণে
তুমি আছো আমার হৃদয় জুড়ে
অতি একান্তে, পরম যতনে।
আপনার মন্তব্য