
প্রকাশিত: ২০২০-০৮-১৫ ১০:২৬:৪৭
মরিয়ম চৌধুরী:
তুমি ছিলে মহীয়সী, তুমি ছিলে মহান,
তুমি ছিলে অপরাজিতা।
তুমি ছিলে অজেয়, তুমি ছিলে বীর যোদ্ধা তুমি ছিলে বিশ্বনেতা।
সারাদেশে যখন ছিল হানাদারে ঘেরা,
অত্যাচার, নির্যাতনে কত লোক গেছে মারা,
অসহায় মানুষেরা ছিল দিশেহারা
তখনই তোমার ডাকে দিয়েছিল সাড়া,
বাংলার মাটির সংগ্রামী মুক্তিসেনারা।
১৯৭১ সেইদিনের মুক্তিকামী লাখো জনতার চাওয়া শুধু ছিল একটাই।
পরাধীনতা গ্লানি মুছে স্বাধীন সোনার
বাংলাদেশ চাই।
সেদিনের তোমার জ্বালাময়ী ভাষণের তীব্রতায়
সাড়া দিয়েছিল মুক্তিকামী লাখো জনতায়।
দেশের জন্য নির্মমভাবে যারা দিয়ে
গেছ প্রাণ
ভুলবো না আমরা তোমাদের সেই অবদান।
তুমি ছিলে শ্রেষ্ঠ নেতা এই আবহমান বাংলার।
তুমি লক্ষ কোটি মানুষের হৃদয়ের অহংকার।
তুমি হাজার হাজার মানুষের প্রাণ
তুমি আমাদের স্বাধীনতার স্লোগান।
তোমাকে হত্যা করেছে জাতির কিছু বেইমান,
আমরা দিতে পারিনি তোমার যথার্থ সম্মান,
যুগ যুগ ধরে তোমার কীর্তি থাকবে চির অম্লান,
তুমি রক্ত দিয়ে রেখে গেছো বাংলার মান।
স্বাধীনতার এই মানচিত্রে রবে চিরকাল
তোমারই এই নাম
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আপনার মন্তব্য