
প্রকাশিত: ২০২০-১০-১৯ ১৫:৪৬:২২
বড় লোক বাবার মেয়ে এভ্রিল। বিদেশ থেকে পড়ালেখা শেষ করে বাবার ব্যবসা দেখছেন। বরাবরই সহজে সবার সঙ্গে মেশার চেষ্টা করেন তিনি। একইরকমভাবে তার কোম্পানির শীর্ষ প্রকৌশলীর সঙ্গেও সখ্যতা তৈরি করেন। এভ্রিলের সহজ-সরল মেলামেশায় প্রকৌশলী তার সুন্দরী স্ত্রীকে প্রত্যাখ্যান করতে চান। এভ্রিলও কি তাকে ভালোবাসেন? এমনি এক গল্পে নির্মিত হলো টেলিছবি ‘শেষটা একটু ভিন্নরকম’। প্রভাত আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এভ্রিল বলেন, ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও অনেকে অন্য নারীর প্রতি আসক্ত হয়।
কিন্তু শেষ পর্যন্ত তার ফলাফল
কতটা ভয়ঙ্কর হয় সেটি এ টেলিছবিতে দর্শকরা দেখবেন। এটিতে আরো অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পুণ্য রহমান, সমাপ্তী মাসুক, সোহেল রানা, সাজ্জাদ
ভূইয়া, রাজা হাসান প্রমুখ। টুংটাং এন্টারটেইনমেন্ট প্রযোজিত টেলিফিল্মটি আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
আপনার মন্তব্য